আবদুল হাই, বাঁকুড়াঃ ১৮৫৫ খ্রিস্টাব্দে ৩০ শে জুন ভারতীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষ জল – জমি – জঙ্গলের অধিকার রক্ষার জন্য প্রথমদিকে দেশীয় জমিদারদের বিরুদ্ধে লড়াই শুরু হলেও পরবর্তী ক্ষেত্রে সিধু কানুর নেতৃত্বে ভারতীয় আদি জনজাতির লড়াই এর অভিমুখ তৎকালীন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রথম সোফান হিসাবে পরিগণিত হয়। লড়াই সুর প্রথম দিনটি ছিল ৩০ শে জুন তাই এই দিনটিকে ভারতীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষ পরবর্তী কালে হুল দিবস হিসাবে পালন করে থাকে এবং সেই ধারায় আজও যথাযথ মর্যাদার সঙ্গে পালন করে আসছে এই দিনটিকে হুল দিবস হিসাবে।
আজ বাঁকুড়া জেলার রতনপুর একথা মঞ্চের উদ্যোগে রতনপুরে যথাযোগ্য মর্যাদার সঙ্গে ১৬৮ তম ঐতিহাসিক হুল দিবস পালিত হল।
সিধু কানুর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ।