গৌড়ীয় মঠের পাশাপাশি গৃহস্থের বাড়িতে অতি ধুমধাম এর সাথে পালিত হল জগন্নাথ দেবের পুজো।

0
616

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- শুক্র বার রথ যাত্রা এবং সেই রথ যাত্রা কে কেন্দ্র করে জলপাইগুড়ি বাসির মধ্যে ছিল দারুন উন্মাদনা , গৌড়ীয় মঠের রথ যাত্রার পাশাপাশি জলপাইগুড়ি শহরের অন্যতম খ্যাতনামা বাড়ি সেনগুপ্ত বাড়িতে ধুমধামের সাথে পালিত হলো রথ যাত্রা । সকাল থেকে নানা উপাচারের মধ্য দিয়ে পালিত হয় রথ যাত্রা। এই বিষয়ে মৌমিতা সেনগুপ্ত জানান 2019 থেকে এই পুজো আমি করে আসছি কিন্তু করোনার কারণে দু’বছর পূজো করতে পারিনি এ বছর করোনা কিছুটা কম তাই আবার পুজো করছি আমার পুরনো দিনের বন্ধুরা এসেছে । কলকাতা মুম্বাই এমনকি সুদূর বিদেশ তথা আমেরিকা থেকে আমার বন্ধুরা এসেছে সকলে মিলে খুব আনন্দ করছি।

অপর দিকে সুদূর বিদেশ থেকে জগন্নাথ পুজো দেখতে আসা ভক্ত সঞ্চিতা চ্যাটার্জি জানান আমি কর্ম সূত্রে USA তে থাকি এই পুজোতে আসা হয় না মাঝে করোনার প্রকোপ ভয়াবহ হয়েছিল এ বছর করোনা কিছুটা কম তাই বন্ধুর ডাকে ছুটে চলে আসলাম। সকল বন্ধুরা মিলে খুব আনন্দ হচ্ছে, শুধু আমি আসিনি কলকাতা দিল্লি থেকেও আমাদের অনেক বন্ধুরা এসেছে খুব আনন্দ হচ্ছে।