নিজস্ব সংবাদদাতা, মালদা:- আজ রথযাত্রা। রাজ্য জুড়ে পালিত হচ্ছে রথযাত্রা তাই সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলাতেও রথযাত্রা উৎসব বেশ জাঁকজমকপূর্ণ পালিত হচ্ছে। তাই এদিন
শুক্রবার বিকেলে মালদা জেলার হবিবপুর ব্লকের কেন্দপুকুর,বুলবুলচনডি,আইহো এলাকায় রথ টানতে ঢল নামে সাধারণ মানুষের ।
গত দুই বছর করোনা আবহে বিধি নিষেধ ছিল রথযাত্রাতেও। করোনা আবহাওয়া কাটিয়ে এবছর মালদা শহরের গড়ালো রথের চাকা।
তাই এদিন হবিবপুর থানার কেন্দপুকুর রথযাত্রা কমিটির উদ্যোগে রথযাত্রা বের হয় গোটা এলাকা পরিক্রমা করে। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা কে নিয়ে রথ মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রথযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে নাম সংকীর্তন শুরু করেন ভক্তরা।
হাজার হাজার ভক্তের ভিড় জমে কেন্দপুকুর,আইহো,বুলবুলচন্ডীতে।
কথিত রয়েছে রথ যাত্রার দিন রথের দড়ি ধরে টানলে পূণ্য অর্জন হয়।
Home রাজ্য উত্তর বাংলা মালদা জেলার হবিবপুর ব্লকের কেন্দপুকুর,বুলবুলচনডি,আইহো এলাকায় রথ টানতে ঢল নামে সাধারণ মানুষের...