তিস্তা এবং জলঢাকা নদীতে হলুদ সতর্কতা।

0
305

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- দমহনী থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত তিস্তা ও জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা বলে জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে শনিবার সকালে জানা যায়।

শনিবার সকাল থেকেই মেঘলা আকাশ‌। জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। তবে জলপাইগুড়ি শহরের করলা নদীর জল নামতে শুরু করেছে।