প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : সাঁতার শিখতে গিয়ে জলে তলিয়ে যাওয়া বিদিপ্তর নিথর মৃতদেহ বাড়ি ফিরল।
গতকাল হাওড়া চ্যাটার্জিহাট থানার অন্তর্গত ব্রজনাথ লাহিড়ী লেনের বাড়ি থেকে গতকাল দুপুরে মা সুমনা রায় ঘোষ সঙ্গে সাঁতার শিখতে বেরিয়েছিল ৯ বছরের বিদিপ্ত ঘোষ। হাওড়া স্বামীজি সংঘ সুইমিংপুলে। সেখানে সাঁতার কাটতে গিয়ে সুইমিংপুল অতিরিক্ত জল খেয়ে ফেলে এরপরে অচৈতন্য হয়ে পরে বীদীপ্ত। এই ঘটনা নজরে আসতেই সুইমিংপুলের প্রশিক্ষক তাকে জল থেকে উপরে তোলে এবং তার পেট থেকে জল বার করার চেষ্টা করে, এরপরে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে এবং সেখানে অবস্থা অবনতি হওয়ায় তাকে হাওড়া হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারেরা মৃত বলে ঘোষণা করে। তবে প্রত্যক্ষদর্শী এবং অন্যান্য ব্যক্তিদের বক্তব্য সুইমিং পুলের কর্তৃপক্ষ গাফলিতির জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা। আজ ময়নাতদন্তের পরে বিদিপ্তর নিথর দেহ নিয়ে যাওয়া হয় তার বাড়িতে নেমে আসে এলাকায় শোকের ছায়া। বিদিপ্ত পরিবারকে সান্তনা দিতে ছুটে আসেন দক্ষিণ হাওড়া বিধায়কা নন্দিতা চৌধুরী।