মালদা টাউন স্টেশন ঢোকার মুখে আচমকায় মালগাড়ির পেছনের কিছু বগির সংযোগ বিচ্ছিন্ন হলো ইঞ্জিন থেকে।

0
353

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ– মালদা টাউন স্টেশন ঢোকার মুখে আচমকায় মালগাড়ির পেছনের কিছু বগির সংযোগ বিচ্ছিন্ন হলো ইঞ্জিন থেকে। সেই বিচ্ছিন্ন হওয়া বগি লাইনে দাঁড়িয়ে থাকলেও অন্যান্য বগি নিয়ে ছুটলো মালগাড়ির ইঞ্জিন। রবিবার বিকেলে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা শহরের মালঞ্চপল্লী রেলগেটে এলাকায়। পরিস্থিতির কথা জানতে পেরে তড়িঘড়ি পূর্ব রেলের মালদা ডিভিশনের কর্তারা ঘটনাস্থলে পৌঁছায় । এরপর সাময়িক তদারকি করে ইঞ্জিনের সঙ্গে যুক্ত প্রথম অংশের বগিগুলি নিয়ে ওই মালগাড়িটি মালদা টাউন স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয় । ততক্ষণ মালগাড়ির পিছনের থাকা প্রায় ১২ টি বগি বিচ্ছিন্ন হওয়ার পর অফ লাইনে দীর্ঘক্ষন দাঁড়িয়ে থাকে। পরে আলাদা করে ইঞ্জিন পাঠিয়েই দাঁড়িয়ে থাকা সেই বিচ্ছিন্ন বগিগুলোকে সংযুক্ত করে মালদা টাউন স্টেশনের উদ্দেশ্যে রওনা দেওয়ার ব্যবস্থা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here