শাখাইল ও আমাদের মাঝে লাইনচ্যুত অন্য বাহি ট্রেন ব্যাহত যাত্রী পরিষেবা।

0
320

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া: –লাইন চ্যুত হলো একটি পণ্যবাহী ট্রেন। ঘটনাটি ঘটে রবিবার বিকেলে । হাওড়ার সাঁকরাইল ও আবাদা স্টেশনের মাঝে এই ঘটনাটি ঘটে। এই ঘটনার জেরে ব্যাহত হয় হাওড়ার দক্ষিণ-পূর্ব শাখার ট্রেন পরিষেবা। জরুরি ভিত্তিতে ওই লাইনচ্যুত ট্রেনটিকে অন্য লাইনে সরিয়ে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন দক্ষিণ – পূর্ব রেলের অধিকারিকরা। ইতিমধ্যে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে দক্ষিণ – পূর্ব রেলের দুর্ঘটনা মোকাবিলা টিম। তারা যুদ্ধ কালীন তৎপরতার সঙ্গে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী ডাউন লেনে ধীরে ধীরে ট্রেন পরিষেবা চালু হলেও এখনো আপ লাইনে পরিষেবা বন্ধ রয়েছে। হাওড়া ও সাঁকরাইলের মধ্যবর্তী স্টেশনে আপ রুটে কয়েকটি লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে বলেই দক্ষিণ – পূর্ব রেল সূত্রে খবর। হাওড়া – পাঁশকুড়া, হাওড়া – হলদিয়া, হাওড়া – মেদিনীপুর, হাওড়া – খড়্গপুর, হাওড়া – উলুবেড়িয়া এই শাখাতে এই দুর্ঘটনার জেরে প্রভাব পড়বে বলেই দক্ষিণ – পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে। রেলের ট্র্যাক ঠিক করতে কতটা সময় লাগবে তা এখনো স্পষ্ট করে জানায় নি কর্তৃপক্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ – পূর্ব রেলের তরফে কোনো মন্তব্য পাওয়া যায় নি। যদিও এর জেরে এখনো ওই শাখাতে কোনো ট্রেন বাতিল হওয়ার খবর পাওয়া যায়নি রেল সূত্রে। অনেক পরিশ্রম করার পর পরিশেষে সন্ধ্যা ৭টা ১০ নাগাদ প্রথম ডাউন ট্রেন চলে। কখন চলবে তার প্রতীক্ষায় যাত্রীরা অপেক্ষায় প্ল্যাটফর্মে থাকে। যুদ্ধকালীন তৎপরতার সহিত রেল কর্তৃপক্ষ লাইন পরিষ্কার করার চেষ্টা করছেন।