মনিরুল হক, কোচবিহার: প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে বিয়ের দুদিন আগে ছুরিকাহত পাত্র ও তাঁর ভাই। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা ২ ব্লকের পারাডুবি গ্রাম পঞ্চায়েত মাটিয়ারকুঠি এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।
জানা যায়, স্থানীয় সুমন সরকারের বাড়ির সামনে অভিযুক্ত বিপুল সরকারের সাথে অপর এক ব্যক্তির মধ্যে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে বচসা বাঁধে এরপর ওই বচসাকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়ে সে সময় সুমন বিপুলকে বলে যেহেতু দুদিন বাদে তার বাড়িতে বিয়ের অনুষ্ঠান রয়েছে আত্মীয় স্বজন এসেছে তাই তারবাড়ির সামনে থেকে অন্যত্র যাওয়ার পরামর্শ দিয়ে বাড়ির সামনে মারামারিতে বাধা দেয়।
এতেই ক্ষুব্ধ হয়ে বিপুল সুমনকে প্রথমে গালিগালাজ ও মারধর করে ও পরে কোমর থেকে ছুরি বের করে তার উপর চড়াও হয় ছুরির আঘাতে ঠোঁটে মুখে চোট পায়। দাদার উপর চড়াও হলে তাকে বাঁচাতে যায় ভাই মনোজ। ঘটনায় তার পিঠে ছুরি দিয়ে হানা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙা থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় সুমন ও মনোজকে উদ্ধার করে মাথাভাঙা হাসপাতালে নিয়ে আসে। ঘটনার পর থেকেই গাঁ ঢালা দিয়েছে অভিযুক্ত বিপুল।
বিয়ের দু’দিন আগে পাত্র ছুরিকাহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় উদ্বিগ্ন পাত্র ও পাত্রীর পরিবার। অভিযোগের ভিত্তিতে মাথাভাঙা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানান, মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল।