নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- বিশেষ ভোগ, ভগবত গীতা পাঠ, সম্পূর্ণ রীতি রেওয়াজ মেনেই মাসির বাড়িতে চলছে জগন্নাথের সেবা।
জলপাইগুড়ি গৌড়ীয় মঠ থেকে রথে চড়ে ১জুলাই শহরের যোগমাযা কালী বাড়ি সংলগ্ন মাসির বাড়ি বৃন্দাবনে এসেছেন শ্রী শ্রী জগন্নাথ দেব, আগামী শনিবার ফিরবেন গৃহে,
এই কয়দিন সমস্ত নিয়ম নীতি মেনেই চলছে জগন্নাথ দেবের পুজো, পাশাপাশি বিশেষ ভোগ, এবং সন্ধ্যায় ভক্তসমাগম এর মাঝে চলছে ভগবত গীতা পাঠ। বর্তমানে রথ ঢেকে রাখা আছে মাসির বাড়ির সামনে আগামী শনিবার এই রথে চড়ে জগন্নাথ দেব ফিরে যাবেন গৌড়ীয় মঠে।
এমনটাই জানালেন, ব্রযোগোপাল দাস।