মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- আগামী একুশে জুলাই ধর্মতলায় শহীদ স্মরণে একটি সমাবেশ এর ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ১৯৯৩ সাল থেকে প্রতিবছর একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলায় সমাবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত দুই বছর করোনার কারণে একুশে জুলাই শহীদ স্মরণে সমাবেশ হয়নি । দুই বছর পর এই বছর একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলায় সমাবেশ হবে । আর তারই প্রস্তুতি হিসেবে সোমবার বিকেলে ভগবানগোলা ব্লক ২ মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বর্ধিত প্রস্তুতি হিসেবে অনুষ্ঠিত হলো রানীতলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে । উপস্থিত ছিলেন বঙ্গ জননী সেল এর জেলা সভানেত্রী আলিয়া সিদ্দিকি , ভগবানগোলা ব্লক ২ তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আব্দুর রউফ সহ ব্লকের ছয় অঞ্চলের সভা নেত্রী সহ ব্লক কমিটির নেতৃত্ব বৃন্দ । ভগবানগোলা ব্লক ২ মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির সভানেত্রী জয়ন্তী সরকার বলেন যে আগামী একুশে জুলাই প্রতিটি বুথ থেকে ত্রিশ জন করে মহিলা কর্মী নিয়ে ধর্মতলা যাবো । একুশে জুলাই ধর্মতলায় পুরষের সমসংখ্যক মহিলা কর্মী উপস্থিত থাকবেন ।