নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- করোনায় মৃত্যু হল এক ব্যাক্তির। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার গভীর রাতে মৃত্যু হয়েছে ওই করোনা আক্রান্ত ব্যক্তির। সোমবার সকালে পরিবারের হাতে তুলে দেওয়া হয় মৃত ব্যক্তির দেহ। করোনা রোগীর মৃত্যুতে মালদা জেলাজুড়ে ব্যাপক চাঞ্চলে ছড়িয়েছে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল আরো একজন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এই দিকে করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে জেলায়। সোমবার নতুন করে ২৫ জন আক্রান্ত হয়েছেন।
মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে করোনায় আক্রান্ত মৃত রোগীর বয়স প্রায় ৬০ বছর। বাড়ি মালদহের মোথাবাড়ি থানা এলাকায়। গত দুইদিন আগে হৃদ রোগে আক্রান্ত হন তিনি। পরিবারের লোকেরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যা থাকায় চিকিৎসকেরা তার করোনা পরীক্ষা করে। করোনা রিপোর্ট পজিটিভ আসায় রবিবার সকালে তাকে করানো ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। এদিন রাতেই মৃত্যু হয়েছে।
মালদা জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, রবিবার মালদা জেলায় মোট ৯০ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ভিআরডিএল ল্যাবে। তাদের মধ্যে ২৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। বাকি প্রত্যেকেই হোম আইসোলেশনে রয়েছেন স্বাস্থ্য দপ্তরের নজরদারিতে।ধীরে ধীরে করোনা আক্রান্ত একেবারেই কমে গিয়েছিল মালদহে। যার জেরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে করানো ওয়ার্ডের বেড সংখ্যাও কমানো হয়। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ টি করোনা বেড রয়েছে।