আবদুল হাই, বাঁকুড়াঃ রবিবার সারা দেশ জুড়ে মুসলিম সম্প্রদায়ের কোরবানি বা ঈদুল আযহা পালিত হবে।
ত্যাগ বা বিসর্জনের মধ্য দিয়ে আল্লাহর সান্নিধ্য অর্জনের যে চেষ্টা করা হয় তাই হল ঈদুল আযহা বা কোরবানি। মুসলিম সম্প্রদায়ের কাছে এও এক উৎসব মুখর দিন আর এই উৎসব কে কেন্দ্র করেই আজ বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের রসুলপুরে দেখা গেল দুম্বা নামক অদ্ভুত প্রাণীর দর্শন।
গ্ৰাম বাংলায় সাধারণত দুম্বা দেখা যায় না বললেই চলে। মূলত প্রাণীটি রাজস্থান থেকেই এসেছে, যদিও ক্রেতা সেটি ক্রয় করেছে এক লাখ ৮৫ হাজার টাকা দিয়ে মেদিনীপুর থেকে।
এই অদ্ভুত দর্শনের প্রাণীটিকে দেখার জন্য মানুষের ভিড় উপচে পড়ে রসুলপুর গ্রামে।