বোর্ড মিটিং এ কালিয়াগঞ্জবাসীর উপর অতিরিক্ত বোঝা চাপানোর অভিযোগ আনলেন বিজেপি কাউন্সিলর।

0
219

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার দীর্ঘদিন কংগ্রেস দখলে ছিল। তারপর দলবদল হয়ে তৃণমূল কংগ্রেস । পৌরসভার ভোটে এবার প্রথম কালিয়াগঞ্জ পৌরসভা তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে নেয়। পৌরসভার 17 টি ওয়ার্ডের মধ্যে 10 টি ওয়ার্ডে জয়ী হয় তৃণমূল ,ছটি ওয়ার্ডে জয়ী হয় বিজেপি , একটি পায় নির্দল। কালিয়াগঞ্জ পৌরসভা তৃণমূল কংগ্রেসের দখল হওয়া প্রায় তিন মাস কেটে গেলও এখনও নির্দল এবং বিরোধী দলের কোনো রকম বসার জায়গা না দেওয়ার অভিযোগ করা হয় বিজেপির পক্ষ থেকে। প্রতিমাসেই বিরোধী দল ও নির্দল কে নিয়ে বোর্ড মিটিং করা হয়। কিন্ত তৃণমূল কংগ্রেসের বোর্ড থাকায় তারা যেসব সিদ্ধান্ত নিচ্ছে তাতে বিরোধীরা বিরোধীতা করলেও কোন ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ করলেন 10 নাম্বার ওয়ার্ডের বিজেপির জনপ্রতিনিধি গৌরাঙ্গ দাস। সেই সাথে মিউটেশন সহ একাধিক ক্ষেত্রে কর বাড়ানোর অভিযোগ করেন তিনি ।