ভবানীগঞ্জ বাজারে প্লাস্টিক বন্ধের অভিযানে নামল কোচবিহার পৌরসভা।

0
370

মনিরুল হক, কোচবিহার: কোচবিহার ভবানীগঞ্জ বাজারে প্লাস্টিক বন্ধের অভিযানে নামেন পৌরসভা। মঙ্গলবার কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ভবানীগঞ্জের মাছ বাজারে গিয়ে প্লাস্টিকের ক্যারিব্যাগ বন্ধ করা নিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলেন তিনি। এদিন সেখানে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার ফুড ইন্সপেক্টার বিশ্বজিৎ দাস সহ অন্যান্য আধিকারিকরা।
জানা গেছে, এদিন কোচবিহার ভবানীগঞ্জের মাছ বাজারে গিয়ে প্লাস্টিক বন্ধ নিয়ে অভিযান চালান পৌরসভার আধিকারিকরা। এদিন ওই অভিযান চালিয়ে বেশকিছু দোকান থেকে প্লাস্টিকের ক্যারিব্যাগ, প্লাস্টিকের দ্রব্য উদ্ধার করা হয়েছে। কোচবিহার পৌরসভার পক্ষ থেকে আজ শুধুমাত্র ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এরপর যে দোকানদাররা প্লাস্টিক ক্যারিব্যাগে নানা জিনিসপত্র বিক্রি করবে তাঁদের ৫০০ টাকা জরিমানা ও যারা ক্রয় করবে তাঁদের ৫০ টাকা জরিমানা করা হবে বলে জানিয়েছে পৌরসভার চেয়ার ম্যান রবীন্দ্রনাথ ঘোষ।