সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং :– বুধবার বিকালে ক্যানিংয়ের ডেভিস সেশুন সাইস্কুল পাড়ার ৭৪ তম বর্ষের খুঁটি পুজো অনুষ্ঠিত হল।
খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস,ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অনিমা মিস্ত্রী,মাতলা ২ পঞ্চায়েত প্রধান উত্তম দাস,ক্যানিং মহকুমা পুলিশ আধিকারীক দিবাকর দাস,ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ,ক্যানিং মহিলা থানার আধিকারীক তনুশ্রী মন্ডল সহ একাধিক বিশিষ্ট মানুষজন।
ক্যানিং ডেভিড সেশুন হাইস্কুল পাড়া দুর্গাপুজো কমিটির সম্পাদক অরিত্র বোস জানিয়েছেন ‘দীর্ঘ প্রায় দুবছর করোনা তান্ডবের ফলে সাধারণ মানুষজন বিগত বর্ষের দুর্গা পুজোয় তেমন ভাবে আনন্দ উৎসব পালন করতে পারেন নি। বর্তমান বছরের যাতে করে সাধারণ মানুষজন সমস্ত প্রকার বিধি নিষেধ মেনেই দুর্গোৎসবে মেতে ওঠেন তার জন্য আমাদের দুর্গোৎসবের আয়োজন। আজ খুঁটি পুজোর মধ্যদিয়ে ৭৪ তম বর্ষের দুর্গা পুজোর সূচনা হলো।
Leave a Reply