ফটোগ্রাফার ঝুলন্ত দেহা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার চাঁচলে।

0
219

নিজস্ব সংবাদদাতা, মালদা, ০৬ জুলাই:- ফটোগ্রাফার ঝুলন্ত দেহা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার চাঁচলে। গত প্রায় পাঁচদিন যাবৎ মানসিক অবসাদে ভুগছিলেন ফটোগ্রাফার। বন্ধুদের সাথে মেলামেশাও কমিয়ে দেয়। তারপরেই বুধবার সকালে শোবার ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। এমন কান্ড কেন ঘটালো যুবক। আত্মীয়রা প্রাথমিক ভাবে অনুমান করছে প্রেমঘটিত কারনে অবসাদে আত্মঘাতী হয়েছেন। বুধবার কাকভোরে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল‍্য ছড়িয়েছে মালদহের চাঁচলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম বিবেক সাহা(২৫) বাড়ি চাঁচল সদরের স্টেডিয়াম মাঠের বিপরীতে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে খাওয়া দাওয়া শেষ করে বহুতলে শোবার ঘরে ঘুমোতে যান বিবেক। ভোরে বাড়ির সদস্যরা ডাকাডাকি শুরু করলে কোনো সাড়া না পাওয়ায় দরজা খুলে দেখেন বিবেক ঝুলন্ত অবস্থায় রয়েছে। তক্ষনাৎ তাকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করেন। কি কারনে আত্মহত্যা? যুবকের এক আত্মীয় জানান, প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে, প্রেম প্রত‍্যাখানে অবসাদে আত্মঘাতী হয়েছে বিবেক। ওই যুবকের মৃত‍্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
এদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ এবং মৃতদেহটাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে এই আত্মহত্যার পিছনে অন্য কোন প্ররোচনামূলক কিছু রয়েছে কিনা তা কিন্তু তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।