নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ বাঁকুড়াঃ কোটি টাকারও বেশী দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া বাঁকুড়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের এক প্রাক্তন ফিল্ড সুপারভাইজার সহ দু’জনের ছ’দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দিল খাতড়া মহকুমা আদালত। সারেঙ্গা থানার পুলিশ ধৃতদের বৃহস্পতিবার আদালতে তুললে বিচারক এই নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে খবর, ২০১৯ সালে বাঁকুড়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের সারেঙ্গা শাখার আগয়া সমবায় সমিতির ঋণদান সংক্রান্ত একাধিক বেনিয়মের বিষয়টি প্রথম নজরে আসে ব্যাঙ্ক কর্তৃপক্ষের। এরপরেই নড়ে চড়ে বসে বসে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বিশেষ তদন্তে ঐ ব্যাঙ্কের তৎকালীন ফিল্ড সুপারভাইজার স্বপন বাউরী ও প্রাক্তন সুপারভাইজার বৈদ্যনাথ বায়েনের যোগসাজসের অভিযোগ ওঠে। এরপরই ব্যাঙ্ক কর্তৃপক্ষ সরাসরি তৎকালীন সুপারভাইজার, প্রাক্তন সুপারভাইজার, আগয়া সমবায় সমিতির ম্যানেজার,বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের সারেঙ্গা শাখার ম্যানেজার ও সেক্রেটারির বিরুদ্ধে সারেঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । পরে ওই সমিতির অভিযুক্ত ম্যানেজার তরুণ পাত্র গ্রেফতার হলেও এতদিন অধরা ছিল বাকি তিন অভিযুক্ত। বধবার রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে বড়জোড়া থানার হাট আশুড়িয়া থেকে স্বপন বাউরী নামের ওই ফিল্ড সুপারভাইজারকে গ্রেফতার করে সারেঙ্গা থানার পুলিশ। একই ঘটনায় সারেঙ্গা থেকেই গ্রেফতার হন প্রাক্তন ফিল্ড সুপারভাইজার বৈদ্যনাথ বায়েন।
এদিন সারেঙ্গা থানার পুলিশ ধৃতদের খাতড়া মহকুমা আদালতে তুললে বিচারক জামিনের আবেদন খারিজ করে দিয়ে ধৃতদের ছ’দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন বলে জানা গেছে।