পলিথিন ও থার্মোকলের বিরুদ্ধে অভিযান শুরু করল ঝাড়গ্রাম পৌরসভা।

0
239

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:-  ঝাড়গ্রাম পৌরসভার পক্ষ থেকে জুলাই মাসের এর তারিখ থেকে ঝাড়গ্রাম পৌরসভা এলাকার সমস্ত ব্যবসায়ী থেকে সর্বসাধারণ মানুষকে পলিথিন ও থার্মোকল ব্যবহার করতে নিষেধ করা হয়। তা সত্ত্বেও এক শ্রেণীর ব্যবসায়ী প্রশাসনের চোখে ধুলো দিয়ে পলিথিন ও থার্মোকল ব্যবহার করছিল। বিষয়টি জানতে পেরে শুক্রবার সকালে ঝাড়গ্রামের পৌরপ্রধান কবিতা ঘোষ, ঝাড়গ্রাম পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম মাহাতো, পৌরসভার জনস্বাস্থ্য দপ্তরের আধিকারিক বংশীধর জানা, ঝাড়গ্রাম পৌরসভার অফিসার হরিহর বালা সহ পৌরসভার অন্যান্য আধিকারিকরা দুটি ভাগে ভাগ হয়ে ঝাড়গ্রামের জুবলি মার্কেটের বিভিন্ন এলাকায় পলিথিন ও থার্মোকলের বিরুদ্ধে অভিযান চালায়। পৌর প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে পলিথিন ও থার্মোকল ব্যবহার করার অভিযোগে বেশ কয়েকজনকে ফাইন করা হয়েছে বলে জানা যায়। সেই সঙ্গে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। এরপর যদি তারা পৌর প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে পলিথিন ও থার্মোকল ব্যবহার করেন তাহলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন ঝাড়গ্রামের পৌরপ্রধান কবিতা ঘোষ। ঝাড়গ্রাম এর পৌর প্রধান কবিতা ঘোষ বলেন জুলাই মাসের এক তারিখ থেকে ঝাড়গ্রাম শহরে পলিথিন ও থার্মোকল নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে।পৌর প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সচেতন করতে একাধিকবার প্রচার করা হয়েছে। তা সত্ত্বেও এক শ্রেণীর মানুষ পলিথিন ও থার্মোকল ব্যবহার করছে ।তাই তাদেরকে সচেতন করতে পৌরসভার আধিকারিকদের নিয়ে তিনি শুক্রবার ঝাড়গ্রাম এর বিভিন্ন বাজারে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন।