মানুষের আশা বাড়িয়ে কিছুটা কমেছে অপরিশোধিত তেলের দাম।

0
331

বিয়াস মল্লিক, সব খবর ডেস্ক:-  করোনা ও বেকারত্ব নিয়ে মানুষ যখন নাজেহাল তখন হু হু করে বাড়ছিল অপরিশোধিত তেলের দাম।পেট্রোল ডিজেল হোক কিংবা রান্নার গ্যাস হোক মানুষের বেঁচে থাকাটাই দুরহ হয়ে উঠছিল| অবশ্য করোনার সংক্রমণ কমার পরেও দামের খুব বেশি হের ফের হয়নি।এর পর আবার এক বছরের মধ্যেই শুরু হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ।ফের জাতীয় বাজারে বাড়তে থাকল তেলের দাম।তবে গত সপ্তাহ থেকে মানুষের আশা বাড়িয়ে কিছুটা কমেছে অপরিশোধিত তেলের দাম।বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের বর্তমান দাম ব্যারেল প্রতি 100 ডলারের নিচে এসে দাঁড়িয়েছে।