জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- শুক্রবার জলপাইগুড়ি শহরে একটি বিক্ষোভ মিছিল বের করার পাশাপাশি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ দপ্তরের সামনে বিক্ষোভ দেখান তারা। শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে এর আগেও রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্ৰীর বিরুদ্ধে রাজ্য জুড়ে আন্দোলন করেছিল
বামপন্থী ছাত্র যুব সংগঠনের সদস্যরা। প্রাথমিক স্তর থেকে কলেজ পর্যন্ত শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলে এদিন ফের জোরদার আন্দোলন শুরু করেন বামপন্থী ছাত্র যুব সংগঠনের সদস্যরা। তারা বলেন, স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ করতে হবে। ব্যাপক দুর্নীতির মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করছে রাজ্য সরকার। গণতান্ত্রিক ব্যবস্থাকেও ধ্বংস করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন আন্দোলনকাারীরা।এই দিন dpsc প্রধান দরজার সামনে ঘুঘুর বাসা পোস্টার মারে বামপন্থী ছাত্র যুব সংগঠনের সদস্যরা।