আবদুল হাই, বাঁকুড়াঃ গত জৈষ্ঠ্য মাস থেকে জলের দেখা যায়নি। আর যে পরিমাণ জল হয়েছে তা ধান বীজ ফেলার মতো নয়। গত বছর বর্ষার ধান অতিরিক্ত বৃষ্টির কারণে মাঠের ধান মাঠেই নষ্ট হয়ে যায়। এখন বাঁকুড়া জেলার ধান চাষীরা আকাশের দিকে তাকিয়ে আছে কখন বৃষ্টি নামবে। কিছু চাষী আকাশের উপর ভরসা না করে সাবমারসিবল চালিয়ে ধান বীজ বোপন করেছেন। কেউ আবার পুকুর থেকে জল এনে ধান বীজ বোপন করেছেন। ইন্দাস ব্লকের সিমুলিয়া ঠাকুররাণি পুষ্করীনি চাষীরা জানান, আমরা আগে আকাশের জলে ধান বীজ বোপন করেছি। আকাশের জলে ধান বীজ ভালো হয়।চাপান কম লাগে,পোকামাকড় কম হয় এবং বীজও ভালো হয়। এই প্রথম সাবমারসিবল চালিয়ে বীজ বোপন করা হচ্ছে। এতে খরছও প্রচুর।