ধর্মতলার খুনের ঘটনায় গ্রেফতার ১।

0
258

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – বৃহষ্পতিবার সাত সকালে তিন তিন জন তৃণমূল কংগ্রেস কর্মী কে গুলি করে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছিল দুষ্কৃতিদের বিরুদ্ধে। ২৪ ঘন্টা কেটে যাওয়ার পর দুষ্কৃতিদের ধরতে না পারায় মৃত তৃণমূল কর্মীর পরিবার পরিজনেরা পুলিশের উপর ক্ষোভ উগরে দিচ্ছিলেন।অবশেষে সাফল্য এলো। ধরা পড়লো খুনের ঘটনায় যুক্ত এক দুষ্কৃতি।ধৃতের নাম আফতাব উদ্দিন সেখ।শুক্রবারে রাতে ক্যানিং থানার পুলিশ কুলতলি থানার অন্তর্গত মহিষমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পাশাপাশি খুনের ঘটনায় জড়িত অন্যান্যদের ধরতে আফতাব কে জিঞ্জাসাবাদ শুরু করেছে পুলিশ।