মালদা শহরের আবর্জনা সমষ্যা মিটানোর লক্ষ্যে ভাগার এলাকা পরিদর্শন করলেন জেলা শাসক ও ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা।

0
240

নিজস্ব সংবাদদাতা, মালদা,৯ জুলাই : মালদা শহরের আবর্জনা সমষ্যা মিটানোর লক্ষ্যে ভাগার এলাকা পরিদর্শন করলেন জেলা শাসক ও ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা।
শনিবার দুপুরে ইংরেজ বাজার থানার কাঞ্চনটার সীমান্ত এলাকায় ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করেন মালদা জেলা শাসক নিতীন সিংহানিয়া এবং ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
গত কয়েকবছর ধরে ভাগার সমষ্যা ছিল ইংরেজ বাজার পৌরসভার।স্থায়ী ভাগার না থাকায় রাস্তার ধারে যেখানে সেখানে জমে থাকত আবর্জনার স্তূপ।
শহরের বিভিন্ন এলাকায় যাতে আবর্জনা না জমে থাকে তার জন্য স্থায়ী ভাগার তৈরির লক্ষ্যে উদ্যোগ নেয় ইংরেজ বাজার পৌরসভা।
আগামী কয়েক মাসের মধ্যে শহরের আবর্জনা সমষ্যা মিটবে বলে জানান ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।