শনিবার উল্টোরথ,মহিষাদলে প্রস্তুতি তুঙ্গে।

0
339

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শনিবার উল্টোরথ। সেই উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহ্যবাহী মহিষাদলের রথের প্রস্তুতি তুঙ্গে। সকাল থেকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচাবাটিতে চলছে এলাহী আয়োজন। ইতিমধ্যে কিছুক্ষণ আগেই জগন্নাথ দেবকে রথে তোলা হয়েছে। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই শুরু হবে রথ টানা। এই সম্বন্ধে বিধায়ক তথা রথ পরিচালন কমিটির সভাপতি তিলক চক্রবর্তী জানান প্রত্যেক বছরের মত এই বছরও সরকারি নির্দেশিকা মেনে যাতে সাধারণ মানুষের কোন অসুবিধা না হয় সেই দিকের উপর নজর রেখে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়, পাশাপাশি দুপুরের পর যেই রাস্তা ধরে রথ টানা হবে, বন্ধ করে দেয়া হয় যানবাহন, যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে পুলিশ প্রশাসনেও সর্বদাই সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়, পাশাপাশি বাড়তি নজরদারির জন্য লাগানো হয় সিসিটিভি ক্যামেরা, বহু ভক্ত জমায়েত হয় এই রথ যাত্রায়, তাদের যাতে কোন অসুবিধা না হয় সেদিকে সর্বদাই কমিটির সদস্যদের নজর রাখার নির্দেশ দেওয়া হয়। এক কথায় বলা যেতে পারে ঐতিহ্যবাহী মহিষাদলের রথকে ঘিরে কার্যত তৎপর পুলিশ প্রশাসন থেকে শুরু করে রথ পরিচালন কমিটির সদস্যরা।