সেভাবে জলের দেখা নেই, আকাশের দিকে তাকিয়ে চাষিরা।

0
262

আবদুল হাই, বাঁকুড়াঃ গত জৈষ্ঠ্য মাস থেকে জলের দেখা যায়নি। আর যে পরিমাণ জল হয়েছে তা ধান বীজ ফেলার মতো নয়। গত বছর বর্ষার ধান অতিরিক্ত বৃষ্টির কারণে মাঠের ধান মাঠেই নষ্ট হয়ে যায়। এখন বাঁকুড়া জেলার ধান চাষীরা আকাশের দিকে তাকিয়ে আছে কখন বৃষ্টি নামবে।