নাথ কল্যাণ সমিতি ও রুদ্রজো ব্রাহ্মণ পুরোহিত সংঘের উদ্যোগে গণ উপনয়ন অনুষ্ঠিত হলো নবদ্বীপ পৌরসভার প্রাচীন মায়াপুর সংলগ্ন বসাকপাড়া এলাকায়।

0
556

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নাথ কল্যাণ সমিতি ও রুদ্রজো ব্রাহ্মণ পুরোহিত সংঘের উদ্যোগে গণ উপনয়ন অনুষ্ঠিত হলো নবদ্বীপ পৌরসভার প্রাচীন মায়াপুর সংলগ্ন বসাকপাড়া এলাকায়। যুবসমাজকে আধ্যাত্মিক মনোভাবাপন্ন করে তুলতে ও দৈনন্দিন জীবনে আরো বেশি করে সংস্কারী করে তোলার লক্ষ্যেই মূলত সংঘের এই উদ্যোগ বলে এইদিন জানান রুদ্রজো ব্রাহ্মণ পুরোহিত সংঘের সদস্যরা। এছাড়াও বৈদিক ধর্মকে বর্তমান সমাজে তুলে ধরতেই তাদের এই উদ্যোগ বলেও এই দিন জানান তারা। এর আগেও তাদের সংগঠনের উদ্যোগে গণ উপনয়ন অনুষ্ঠিত হয়েছিল। আগামী দিনও তারা এই উদ্যোগ নেবেন সংগঠনের পক্ষ থেকে বলেও এই দিন জানান সংগঠনের সদস্যরা।