পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বর্ষার আগে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের গনগনির শিলাবতী নদীর উপরে থাকা কাঠের পোলের সারাইয়ের কাজ চলছে জোর কদমে, রবিবার সকাল নাগাদ এমনই চিত্র উঠে এলো, প্রসঙ্গত গত বর্ষায় শিলাবতী নদীতে অতিরিক্ত জল বেড়ে যাওয়ায় জলের তোড়ে ভেঙে যায় কাঠের পোলটি, অবশেষে স্থানীয়দের উদ্যোগে পুনরায় সারাই করে চলে যাতায়াত, জানা গিয়েছে ৬ থেকে সাতটি গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করে থাকেন।যাতে এই বর্ষায় ওই কাঠের পোলটির কোন ক্ষতি না হয় তার আগেই গ্রামবাসীদের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
Home রাজ্য দক্ষিণ বাংলা বর্ষার আগে গ্রামবাসীদের উদ্যোগে গনগনির কাঠের পোলের সারাইয়ের কাজ চলছে জোর কদমে।