বাঁকুড়ায় অনুষ্ঠিত হলো জব ফেয়ার।

0
196

সুদীপ সেন, বাঁকুড়া:-  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো জেলা প্রশাসন এবং বাঁকুড়া চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর যৌথ উদ্যোগে বাঁকুড়ার বেলিয়াতোড় উচ্চ বিদ্যালয়ে ১০ ই জুলাই অনুষ্ঠিত হলো জব ফেয়ার।

অভিনব এই উদ্যোগে জেলার ১৮ টি আই, টি, আই থেকে উত্তীর্ণ হওয়া সহস্রাধিক ছেলে মেয়ে অংশগ্রহণ করে।

এই জব ফেয়ার এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক ( জেলা পরিষদ)।
সঙ্গে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক, ওসি্ (ইন্ডাস্ট্রি ), বিডিও( বড়জোড়া), বাঁকুড়া চেম্বার্স অফ কমার্সের অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি রামজি প্যাটেল, সহসভাপতি রবিশঙ্কর সুরেকা, সম্পাদক মধুসূদন দরিপা, একজিকিউটিভ সংহিতা মিত্র ও অন্যান্য সদস্য এবং গুণী ব্যাক্তি গণ।

বাঁকুড়া চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জ এর সম্পাদক মধুসূদন দরীপা জানান, প্রায় ২৫ থেকে ২৬ টি কোম্পানি এই জব ফেয়ার এ চাকুরীর জন্য ইন্টারভিউ নেয়।

আশা করা যায় প্রায় ৪০০ থেকে ৫০০ ছেলে মেয়ের এতে চাকরি হবে।