আবদুল হাই, বাঁকুড়াঃ বেসরকারী যাত্রীবাহী বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হলেন । আজ দুপুরে ঘটনাটি ঘটে কোতুলপুর থানার আনন্দপল্লী এলাকায় । আহতদের স্থানীয় কোতুলপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
স্থানীয় সূত্রে জানা যায় , এদিন দুপুরে যাত্রী বোঝাই করে বিষ্ণুপুর থেকে তারকেশ্বরের দিকে যাচ্ছিল একটি যাত্রী বোঝাই বাস । কোতুলপুর ঢোকার মুখে আনন্দপল্লী এলাকায় আচমকাই উল্টো দিক থেকে আসা একটি খালি লরি মুখোমুখি সজোরে ধাক্কা মারে বাসটিকে । বিষয়টি নজরে আসতেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা । তাঁরাই প্রথমে উদ্ধার কাজ শুরু করেন । পরে কোতুলপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে উদ্ধারকাজে হাত লাগায় । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে ঘটনায় বাসের পনেরো জন যাত্রী জখম হয়েছেন । তড়িঘড়ি আহতদের স্থানীয় কোতুলপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । পুলিশ দুর্ঘটনার কবলে পড়া বাস ও লরিটিকে আটক করেছে । লরির চালক দুর্ঘটনার পরই চম্পট দিয়েছে । প্রায় প্রতিদিনই কোতুলপুর এলাকায় কোথাও না কোথাও দুর্ঘটনার ঘটনা ঘটছে । স্বাভাবিক ভাবে এলাকার মানুষের দাবী দ্রুত ঘটনাগুলির তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করুক পুলিশ ও প্রশাসন ।