নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মহানন্দা নদীতে স্নান করতে নেমে গভীরে চলিয়ে গেল নয় বছরের এক নাবালিকা। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদা শহরের পুরাটুলি মিলঘাট এলাকায়। ওই নাবালিকা তলিয়ে যাওয়ার ঘটনার খবর পেয়ে এলাকার মানুষজন নৌকা নিয়ে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় মহানন্দা নদীতে। কিন্তু অনেকক্ষণ চেষ্টার পরেও নিখোঁজ ওই নাবালিকার উদ্ধার করতে পারি নি স্থানীয় বাসিন্দারা। এদিকে এদিকে মহানন্দা নদীতে নাবালিকা তলিয়ে যাওয়ার ঘটনার খবর জানতে পেরেই তদন্তে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রচন্ড গরমের মধ্যে দুপুরে নদীতে স্নান করতে নেমেছিল রিমি হালদার নামে নয় বছরের ওই নাবালিকা। আচমকায় মহানন্দা নদীর গভীরে তলিয়ে যায় সে। শেষ পাওয়া খবর পর্যন্ত পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা ওই নাবালিকার খোঁজ চালানো শুরু করেছে।