রান্নাঘর থেকে ফুটবলের মাঠ দাপালেন  সুন্দরবনের গৃহবধূরা।

0
860

সুভাষ চন্দ্র দাশ,ঝড়খালি – সুন্দরবন মহিলারা আর পিছিয়ে নেই । সেটা আবারও প্রমাণ করিয়ে দিলন তাঁরা। দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী ব্লকের ঝড়খালী গ্রাম পঞ্চায়েতের বিধান পল্লীতে মহিলাদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন করে ঝড়খালি সবুজ বাহিনী ও নেহরু যুবকেন্দ্র বারুইপুর।শনিবার গ্রামের সমস্ত গৃহবধূরা খেলায় অংশগ্রহণ করেন। শাড়ি পরে খেলার মাঠে   ফুটবল পায়ে মাঠ দাপিয়ে বেড়ালেন গ্রামের গৃহবধূরা।  এছাড়াও কবাডি, দৌড় খেলায় অংশগ্রহণ করেছিলেন মহিলারা।  মহিলাদের পাশাপাশি বাড়ির পুরুষদের জন্যও  খেলার আয়োজন হয়েছিল। এদিন পুরুষদের  জন্য ছিল আকর্ষণীয় একটি খেলা ” শাড়ি ভাঁজ করা  প্রতিযোগিতা। অংশগ্রহণ করে খেলার শেষে আকর্ষণীয় পুরস্কার পেয়ে খুব খুসি হয়েছিলেন মহিলারা। মহিলারা এখানে খেলার মাঠে থেমে নেই । একদিকে যেমন মহিলারা নদী বাঁধে মাটি দিয়ে  গ্রামকে রক্ষা করছেন অন্যদিকে ম্যানগ্রোভের চারা রোপণ করে সুন্দরবন রক্ষা করছেন।