নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- শারীরিক প্রতিবন্ধীকতার জেরে যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষরা ব্লকভিত্তিক সনাক্তকরণ শিবিরে আসতে পারে না তাদের প্রতিবন্ধী শংসাপত্র দেওয়ার ব্যবস্থা করল মালদা জেলা প্রশাসন। ঠিক সেইরকমই ইংলিশ বাজার ব্লকের মিল্কি আট গামা এলাকায় শারীরিকভাবে অক্ষমতা এক ব্যক্তির বাড়ি গিয়ে তাকে সনাক্তকরণ করে প্রতিবন্ধী শংসাপত্র ও মানবিক ফর্ম তুলে দেওয়া হল। উপস্থিত ছিলেন ইংলিশ বাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরী সহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা। জানা যায় মিল্কি এলাকায় প্রতিবন্ধী সনাক্তকরণ শিবির আয়োজন করা হয়েছিল। কিন্তু এই শিবিরে অনেকেই শারীরিক অক্ষমতার জন্য আসতে পারেন নি। ব্লক প্রশাসন এবং মেডিকেল বোর্ডের আধিকারিকরা তাদের বাড়ি পৌঁছে গিয়ে তাদের সনাক্তকরণ করে প্রতিবন্ধীকতা শংসাপত্র এবং মানবিক ফর্ম তুলে দেন যাতে রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত না হন।
Home রাজ্য উত্তর বাংলা শারীরিক প্রতিবন্ধীকতার জেরে যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষরা ব্লকভিত্তিক সনাক্তকরণ শিবিরে...