আবদুল হাই, বাঁকুড়াঃ স্থানীয় এক মিশনে মোজাইক পাথরের কাজ চলা কালীন ইলেক্ট্রিক শক খেয়ে মৃত্যু হল ক্ষুদিরাম সর্দার নামের (54)এক ব্যক্তির।
সূত্রে জানা যায় ক্ষুদিরাম সর্দার নামের এই ব্যাক্তির বাড়ি 24 পরগণা জেলার কেনিং থানা এলাকায় । তিনি কাজের সূত্রে সহকর্মীদের নিয়ে নানান জেলায় টাইলস-পাথরের কাজ করতেন । বাঁকুড়া জেলার কোতুলপুর থানার এক ” মিশনে’ বিগত কয়েকদিন ধরেই কাজ করছিলেন 4 জন সহকর্মী দের নিয়ে , কিন্তু হটাৎ আজ এই দুর্ঘটনা ঘটে যায় কাজ চলা কালীন ,,,,
এই দুর্ঘটনার পরে তাঁর সহকর্মীরা বলেন আজ উনি একটি আলাদা রুমে কাজ করছিলেন সকাল থেকেই আর আমরা অন্য রুমে কাজ করছিলাম, কাজ শেষে চা খাওয়ার জন্য ওনাকে ডাকতে গিয়ে দেখি উনি ইলেক্ট্রিক তার সমেত মেঝেতে লুটিয়ে পড়ে আছে। তাড়াতাড়ি কারেন্টের জাম্পার নামিয়ে স্থানীয় কোতুলপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যায় আমরা , সেখানে নিয়ে যাওয়ার পর ডাক্তার বাবু জানান উনি মৃত।
,