দাদার কথাই রাগ করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা বোনের।

0
206

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-দাদার কথাই রাগ করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা বোনের। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মানিকচক থানার গোপালপুর এলাকায়। বিষ পান করে ওই যুবতীর নাম সোনিয়া মন্ডল বয়স ১৬। সে স্থানীয় হাইস্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী। জানা যায় এদিন রাতে খাওয়া-দাওয়া নিয়ে দাদার সঙ্গে বোনের বচসা হয়। তারিই জেরে বোন সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তড়িঘড়ি তাকে পরিবারের লোকজনেরা উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক এদিন রাতেই তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বর্তমানে তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।