নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- গতকাল অর্থাৎ রবিবার ছুটির দিনে তিন বন্ধুর সঙ্গে প্রবল গরমের মধ্যে নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে তলিয়ে যায় এক নবম শ্রেণির ছাত্র। এদিন দুর্ঘটনাটি ঘটে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বরের আশ্রম পাড়া সংলগ্ন বিরকিটি নদীতে।
জানা গিয়েছে, ওই ছাত্রের নাম জয় সাহা রায় (১৪) তার বাড়ি জটেশ্বর বাজার সংলগ্ন আশ্রম পাড়া এলাকায়। সে স্থানীয় জটেশ্বর উচ্চবিদ্যালয়ের ছাত্র। গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ছাত্রের দেহ খুজতেই ব্যাস্ত ছিলেন জটেশ্বরের বহু মানুষ। নদীর পাড়ে ভিড় জমান কয়েক হাজার মানুষ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রবিবার দুপুর প্রায় ১ টা নাগাদ তিন বন্ধুর সঙ্গে আশ্রম পাড়া এলাকায় বীরকিটি নদীতে স্নান করতে যায় জয় সাহা। বন্ধুদের সঙ্গে স্নান করতে নদীতে নেমেই গভীর জলে তলিয়ে যায় জয়। বন্ধুরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও সম্ভব হয়নি নাব্যতার কারণে। এরপর বন্ধুরা এসে বিষয়টি জানায় ছাত্রের বাড়িতে। খবর জানাজানি হতেই তাঁর বাড়ির লোক, জটেশ্বর ফাড়ির পুলিশ, বিপর্যয় মোকাবিলা টিম নদীতে নেমে তল্লাশি চালায়। বীরকিটি নদীর গভীর জলে নেমে তল্লাশি চললেও কিশোরের সন্ধান মেলেনি।
এদিকে সোমবার সকালে তিন টি স্পিড বোর্ড এবং ডুবুরি নামিয়ে নদীতে তল্লাশি চালানো হয়। এদিন বৃষ্টিকে উপেক্ষা করে বীরকিটি নদীর গভীর জলে নেমে তল্লাশি চললে বেলা একটা নাগাদ ওই কিশোরের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মৃত ওই কিশোরের পরিবার সূত্রে জানা গিয়েছে, সাঁতার না জানা স্বত্বেও তিনবন্ধুদের দেখাদেখি স্নান করতে নদীতে নেমে পড়ে জয়। এর পরেই ঘটে বিপত্তি। নদীতে নামার পরেই গভীর জলে তলিয়ে যায় সে। ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে জটেশ্বর এলাকায়।