২১ জুলাইকে সামনে রেখে এবং দিলীপ ঘোষের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে তৃনমূলের মহামিছিল কোচবিহারের।

0
331

কোচবিহার, ১১ জুলাইঃ ২১ জুলাই শহীদ দিবসের সমাবেশকে সামনে রেখে এবং রান্নার গ্যাসের অস্বাভাবিক মুল্যবৃদ্ধির প্রতিবাদে, বিজেপি নেতা দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে কোচবিহার জেলায় মহামিছিল ও পথসভা করল তৃণমূল। এদিন দুপুরে কোচবিহার জেনকিন্স স্কুলের সামনে পথসভাকে পথসভা শেষে মিছিল বের হয়। এই মিছিল গোটা কোচবিহার শহর পরিক্রমা করে। সেই মিছিল আবার কোচবিহার জেনকিন্স স্কুলের সামনে গিয়ে শেষ হয়। এদিনের ওই পথসভাকে ঘিরে উৎসাহ উন্মাদনা ছিল চোখে পরার মতো। তৃনমূলের দাবী, ওই মিছিল প্রায় ৭০ হাজার লোকজন অংশ নিয়েছে বলে জানান দলের সভাপতি।
এদিনের ওই মিছিলের উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়, রাজ্য সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী, নিরঞ্জন দত্ত, যুব তৃণমূল সভাপতি কমলেশ আধিকারি, জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মণ, কোচবিহার জেলা মহিলা সভানেত্রী শুচিস্মিতা দেব শর্মা সহ অন্যান্য নেতৃত্বরা।