নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-আবারও তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ হলো বৈষ্ণবনগরে । এদিন ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভার একটি আয়োজন করা হয় । তাতে ব্লক তৃণমূল কংগ্রেসের সবাইকে আহবান করা হয় । এই সভায় ব্লক সভাপতি তথা জেলা পরিষদ সদস্য দুর্গেশ চন্দ্র সরকার গেলে তাকে জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির সামনেই অপমানিত করে বৈষ্ণবনগরের বিধায়কা চন্দনা সরকার । জানা গেছে, মিটিংয়ের স্টেজে উপস্থিত সকলকেই বসার চেয়ার দিয়ে বরণ করা হলেও ব্লক সভাপতি দুর্গেশচন্দ্র সরকারকে দাঁড় করিয়েই রাখা হয় । বিষয়টি দেখে দুর্গেশচন্দ্র সরকারের সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং প্রতিবাদ করে ।
এরপরই প্রমোদ ভবন মিটিং হল থেকে ব্লক সভাপতিসহ তার সমর্থকদের বেরিয়ে যেতে বলেন জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী ও বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার বলে অভিযোগ ।
তারপরেই প্রমোদ ভবন মিটিং হল থেকে বেরিয়ে আসে দুর্গেশ চন্দ্র সরকার সহ তার সমর্থকেরা ।
এরপরই তারা রাস্তায় দাঁড়িয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ের কনভয়ের সামনে । এছাড়াও বিক্ষোভ দেখায় জাতীয় সড়কের ওপরে । এই প্রসঙ্গে ব্লক সভাপতির কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।