সুদীপ সেন, বাঁকুড়া :- পর্যটন মানচিত্রে বাঁকুড়া এখন একটা অতি পরিচিত নাম।
মুকুট মনি পুর জলাধার, শুশুনিয়া পাহাড় এর সাথে একই ভাবে উচ্চারিত নাম বিহারী নাথ পাহাড়।
এখনকার লৌকিকতা য় ভরা বিহারী বাবা বা শিব মন্দির ভক্ত সাধারণের কাছে অতি পবিত্র স্থান।
এর সাথে রয়েছে ঘনো বনানীতে ঘেরা বিহারী নাথ পাহাড়, যার অরোরুপ সৌন্দর্য অনেক পর্যটক কে টেনে আনে।
বিভিন্ন সরকারি, বেসরকারি লজের সাথে বিহারী নাথ ইকো ট্যুরিজম একটি বাড়তি পাওনা।
চারিদিকে সবুজ বনের মাঝে নিরাপত্তায় ঘেরা এই ইকো ট্যুরিজম।
রয়েছে থাকার ও খাওয়া ব্যবস্থা।
সব মিলিয়ে এর সবুজায়নের সৌন্দর্য এবং বালকুনি থেকে পাহাড় দর্শন এই পর্যটন কেন্দ্রকে একটি অন্য মাত্রা দিয়েছে।
সিমলাডিহি সংলগ্ন বিহারীনাথ ইকো ট্যুরিজম যাওয়ার রাস্তা এবং ইতুড়ী থেকে বিহারী নাথ ইকো ট্যুরিজম যাওয়ার প্রধান রাস্তার সংস্কার অতি প্রয়োজনীয়।
এর সাথে দামোদর নদের ওপর অস্থায়ী বাঁশের সেতু পাকা হলে এই পর্যটন কেন্দ্র আরো আকর্ষণীয় হবে বলে বিহারী নাথ মন্দির কমিটির অন্যতম প্রবীণ সদস্য ফনি ভূষণ দেওঘরিয়া জানান।
সব মিলিয়ে সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে পর্যটনের অন্যতম স্থান এখন বিহারী নাথ।