ডোমকল, নিজস্ব সংবাদদাতা:- মিমাংসা হয়ে যাওয়া পুরানো বিবাদের জেরে এক সংবাদ কর্মীকে বেধড়ক ভাবে মারধর করলো শাসক দলের কর্মীরা। ঘটনায় গুরুতর জখম রফিকুল কে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে। মঙ্গলবার বিকেলের দিকে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুরের বাসষ্ট্যান্ডে। আক্রান্ত সংবাদ কর্মীর নাম রফিকুল ইসলাম সাহেব (৩০)। তার বাড়ি দৌলতাবাদের ঘোষপাড়ায়। পুলিশ ওই ঘটনায় অভিযুক্তদের একজন আসরাফুল ইসলাম কে গ্রেফতার করেছে। পুলিশ জানায় পুরাতন ঘটনার জেরে নাকি ওই ঘটনা। যদিও আক্রান্তা সংবাদকর্মী জানান “বছরখানেক আগে একটা ঝামেলা হয়েছিল। পরে তার মিমাংসাও হয়ে গিয়েছিল। আজ বিকেলে একটা ঘরে বসেছিলাম। সেই সময় পরিকল্পিত ভাবে যুব তৃণমূলের কর্মী শরীফ শেখ ও তার কয়েকজন বন্ধু মিলে রড লাঠি নিয়ে আমার উপর চড়াও হয়। যার জেরে আমি ও আমার দুই বন্ধু গুরুতর জখম হয়েছি।” সংবাদ কর্মী আক্রান্তের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।