নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার শান্তিপুর শহরের শ্যামবাজার এলাকায় সকাল নটা নাগাত পাড়ার মোড়ে মটর সাইকেলে আসা, মুখে মাস্ক লাগানো ২ যুবক বন্দুক দেখিয়ে দাঁড় করায় এক মাঝ বয়সী মহিলাকে। এরপর প্রান বাঁচাতে গৃহবধু গলায় রুপোর হার এবং কানের সোনার দুল খুলে দেয় তাদের কথামতো।
ওই গৃহবধুর নাম রিতা দত্ত, দত্তপাড়া কলোনীর বাসিন্দা, দীর্ঘদিন ধরে শ্যামবাজার পিন্টু প্রামাণিকের বাড়িতে রান্না করে সে। আজ পিন্টু বাবু বাড়িতে না থাকার কারণে সে চাল আনতে যায় পাড়ারই পাশের দোকানে, বন্ধ দেখে ফিরে আসার সময় আকস্মিক ঘটে এই ঘটনা। রিতা দত্ত বলেন, দীর্ঘদিন যাতায়াত করছি কোনদিন এ ধরনের ঘটনা ঘটেনি, নিমেষের মধ্যে উধাও হয়ে গেল ছেলে দুটি, হাতের আংটি পায়ের তোড়া এগুলো হয়তো দেখতে পায়নি। বন্দুকের ভয়ে চেঁচামেচি করতে পারিনি, তারা চলে যাবার সাথে সাথেই, পাশাপাশি মানুষজন কে জানাই, ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পাশাপাশি সিসি ক্যামেরা না থাকলেও কোন রাস্তা দিয়ে এসেছে এবং কোন রাস্তায় গেছে তা ওই মহিলার মুখ থেকে শুনে, শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
দিনদুপুরে এ ধরনের ঘটনায় স্তম্ভিত এলাকা বাসিও।