আবারো কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রমোদ সংস্থার পরিচালন সমিতির ভোটে জয়জয়কার বাম সংগঠনের CITU র।

0
282

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রমোট সংস্থার প্রতি বছর পরিচালন সমিতির ভোট হয়। যখন তৃণমূল কংগ্রেসের জামানায় জয়জয়কার তখন একই ট্রেডিশনাল বজায় রাখল বাম সংগঠনের CITU, গত পাঁচ বছর ধরে নিজেদের জায়গা ধরে রেখেছে CITU বারবার তৃণমূল কংগ্রেস চাইলেও এই সংস্থার পরিচালন কমিটি দখল করতে ব্যর্থ হয় তৃণমূল কংগ্রেস। গত বছর ২০২১সালে ভোটে নির্বাচনের ফলাফল হয়েছিল
INTTUC -৪ আর CITU-১৪ তুই আসন দখল করে পরিচালন কমিটি দখল করেছিল। তবে এইবারও কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রমোদ সংস্থার পরিচালন কমিটির ভোট হয়। সেখানে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গভীর রাতে ভোটের ফলাফল বের হয় সেখানে দেখা যায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC -২ আসোনে জয় লাভ করেন এবং বাম সংগঠনের শ্রমিক সংগঠন CITU -১৪ আসনে জয়লাভ করেন। এক প্রকার তৃণমূলের জমানায় এবারও কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রমোট সংস্থার পরিচালন কমিটির দখল করল বাম সংগঠনের শ্রমিক সংগঠন CITU র। কার্যত এক কথায় বলা যায় চারিদিকে উচ্ছ্বাসিত বাম কর্মী সমর্থকেরা।