কৃষি বিষয়ক নিয়ে আলচনা সভা।

0
239

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মালদা জেলা প্রশাসনে উদ্যোগে,, পশ্চিমবঙ্গ সরকারের মালদা জেলা কৃষি বিভাগ যৌথ উদ্যোগে, হবিবপুর ফারমার্স প্রডিউসার কোম্পানির লিমিটেড সহোযোগিতায়,কৃষি বিষয়ক নিয়ে আলচনা সভা,এদিন হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের চেচাঁইচন্ডী এলাকায় হয়ে গেল জেলা শাসকের সাথে গ্রামবাসী সভা। এদিনের এই সভার মধ্যে দিয়ে ওই এলাকায় জৈব সারের মাধ্যমে জৈব কিভাবে ধান চাষ ও পাট চাষ কম সময়ের পাট পচানোর যায়,সেইসব বিষয় নিয়ে আলোচনা সভা হয়। এছাড়াও চেঁচাইচণ্ডী এলাকায় কি কি সমস্যা রয়েছে? সাধারণ মানুষের সাথে জেলা শাসক এক সাক সাথে নিচে বসে তাদের সমস্যার কথা শুনলেন জেলাশাসক তাদের বাড়ি থেকে শুরু করে ধান চাষের সব ধরনের সমস্যা সমাধানের আশ্বাস দেন, এছাড়াও ওই এলাকায় একটি ছোট নদী বয়ে গেছে সেই নদীতে জল না থাকায় নদী খননের কাজের আশ্বাস দেন এছাড়াও ওই এলাকায় দুয়ারে সরকার সহ লক্ষী ভান্ডার ঠিকভাবে মহিলারা পাচ্ছেন কিনা, সে বিষয়ে মহিলাদের সঙ্গে কথা বলেন, এবং ইলেকট্রিক বিষয় নিয়ে সমস্যা কথা এলাকবাসী জানালে সে সমস্যা নিয়ে কথা বললেন তাদের সব ধরনের সমস্যার কথা শোনার পরে সমাধানের আশ্বাস দিলেন জেলাশাসক। এদিন উপস্থিত ছিলেন, মালদা জেলা শাসক নিতীন সিংহানিয়া, অতিরিক্ত জেলা শাসক,এডিএম,জেলা পরিষদ এইও, হবিবপুর বিডিও, হবিবপুর কৃষি দফতরে আধিকারিক সহ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির হবিবপুর স্টেশন ম্যানেজার, সহ অন্যান্যরা আধিকারিকেরা।