নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম :- বুধবার ঝাড়গ্রাম জেলা জুড়েই হাতির দল তাণ্ডব শুরু করেছে। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক ব্লকের সারিয়া গ্রাম পঞ্চায়েতের কাদনাশোল গ্রামে ১৩ টি হাতি ঢুকে তান্ডব চালায়। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় কয়েকজন গ্রামবাসী । তবে ওই গ্রামে দুটি বাড়ি ভেঙে তছনছ করে দেয় হাতির দল। যার ফলে ওই গ্রাম সংলগ্ন অন্যান্য গ্রাম গুলিতেও হাতির হামলার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়াও চল্লিশটি হাতির দল ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। যার ফলে আতঙ্কে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। যেভাবে বুধবার সকাল থেকেই প্রায় 40 টি হাতি ওই এলাকায় এসে তান্ডব শুরু করেছে তাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ওই এলাকার বাসিন্দারা। সেই সঙ্গে ঝাড়গ্রাম ব্লকের লোধাসুলি, গড় শালবনী, বিরিহান্ডি, সাপধরা ,পুকুরিয়া সহ বিভিন্ন এলাকায় ছোট ছোট দলে ভাগ হয়ে খাবারের সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে হাতির দল তান্ডব শুরু করেছে। এছাড়াও ঝাড়গ্রাম লোধাসুলি রাজ্য সড়কের মাঝে কলাবনি এলাকায় বুধবার হাতির দল দাপিয়ে বেড়ানোয় বেশ কিছুক্ষন যান বাহন চলাচল বন্ধ হয়ে যায়। যার ফলে সমস্যায় পড়েন পথ চলতি মানুষ থেকে বাসে থাকা যাত্রীরা। বুধবার যেমন বাস রাস্তার উপর গিয়ে তান্ডব চালায় হাতির দল ।তেমনি ঝাড়গ্রাম জেলার জামবনী ব্লকের দুবড়া, গোপালপুর সহ বিভিন্ন গ্রামে গিয়ে তাণ্ডব চালিয়েছে হাতির দল। বেশ কিছু মাটির বাড়ি ভেঙে দিয়েছে। কলাগাছের বাগান ধ্বংস করে দিয়েছে। মাঠে থাকা সবজি ফসলের জমিতে গিয়ে দাপিয়ে ধ্বংস করে দিয়েছে সবজি চাষ। সেই সঙ্গে মাঠে গিয়ে বরো ধান চাষের তলাও নষ্ট করে দিয়েছে হাতির দল । যার ফলে ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির হামলার আতঙ্ক দেখা দিয়েছে। ঝাড়গ্রাম জেলার প্রতিটি এলাকার মানুষকে বন দপ্তরের পক্ষ থেকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সন্ধ্যে ছটা থেকে সকাল ছটা পর্যন্ত জঙ্গল এলাকার রাস্তা দিয়ে যাতায়াত করতেও নিষেধ করা হয়েছে। কিন্তু যেভাবে হাতির দল তান্ডব চালিয়েছে তাতে যথেষ্ট আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা । যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা।
Home রাজ্য দক্ষিণ বাংলা ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডবে ভাঙলো একাধিক বাড়ি আতঙ্কিত ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা।