সুভাষ চন্দ্র দাশ, পাথরপ্রতিমা :- দীর্ঘ প্রায় ১৭ বছর নিখোঁজ থাকার পর অবশেষে মঙ্গলবার বাড়ি ফিরছেন সঞ্জয় যাদব । পরিবার সূত্রে হ্যামরেডিও জানতে পারে যে বাড়ি থেকে ২০০৫ সালে হঠাৎই বেরিয়ে পড়েছিলেন বছর ত্রিশ বয়সের সঞ্জয় যাদব। তিনি বিহারের ভাগলপুর জেলার বাধ থানার কুমেটা গ্রামের বাসিন্দা। স্বামী স্ত্রী এবং দুই মেয়ে ও এক ছেলেকে নিয়েই থাকতেন সঞ্জয় বাবু। ছোট্ট পরিবার সুখি পরিবার। দীনমজুরের কাজ করে কোনরকম সংসার চলতো। ২০০৫ সালের কোনো একদিন বাড়ি থেকে তিনি বেরিয়ে পড়েছিলেন। সেদিন আর তাঁর বাড়ি ফেরা হয়নি। শুধু সেদিন নয়, নয় নয় করে ১৭ টা বছর বাড়ির মুখই দেখেননি। অনেক খোঁজা খুঁজি করেছিলেন তার পরিবার-পরিজনেরা। থানা পুলিশ এমনকি বিভিন্ন জায়গায় ছবি দিয়েও খোঁজ খবর করা হয়েছিল। কিন্তু তাতেও কোন কাজ হয়নি। এক বছর নয়, বিগত কয়েক বছর না পাওয়া ও সঞ্জয়বাবুর বাড়িতে না ফেরায় অবশেষে তাঁর আশা ছেড়ে দিয়েছিলেন পরিবারের পরিজনেরা। একসময় তাঁদের কাছে এল এক সুখের দিন।
হ্যামরেডিও সূত্রে জানা গেছে, পাথরপ্রতিমা থানার বনশ্যাম নগরের এক শিক্ষক দুস্ত এই ব্যক্তিকে দেখতে পায়।তিনি জানান, অনেক দিন ধরে আমি লক্ষ্য করছি। প্রথমে কথা বলতেই পারতেন না। তারপর আস্তে আস্তে করে কথা বলছে। মাস্টার মশাই বুঝতে পারছেন যে উনার বাড়ি, এমনকি উনি কোথায় থাকতেন হয়তো সেটাই বলতে চাইছেন। এমতো অবস্থায় তিনি হ্যাম রেডিও এর সেক্রেটারি অম্বরিশ নাগ এর সাথে যোগাযোগ করেন। এই বিষয়ে বিশদ জানান তাঁকে। তারপর শুরু হয় সেই হারিয়ে যাওয়া সঞ্জয়ের বাড়ির খোঁজ-খবর। হ্যাম রেডিও খোঁজ নিয়ে জানতে পারেন সঞ্জয়ের বাড়ি। এমনকি তার স্ত্রী ও মেয়েকে হরিয়ানা থেকে খুঁজে বার করেন হ্যাম রেডিওর সদস্যরা। ভিডিও কল করে তার পরিবারের সঙ্গে কথাও বলানো হয় সঞ্জয় যাদব কে। পরস্পর পরস্পরকে চিনতেও পারেন। অবশেষে মঙ্গলবার তার স্ত্রী ও আত্মীয়রা এসেছেন সঞ্জয় যাদব কে নিয়ে যাওয়ার জন্যই।
এই সুন্দর একটা মুহূর্তে উপস্থিত ছিলেন
সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সন্তোষ মন্ডল,
কাকদ্বীপের এসডিপিও প্রসেনজিৎ ব্যানার্জি,
পাথরপ্রতিমা থানার ওসি প্রসেনজিৎ জানা, উপস্থিত ছিলেন হ্যামরেডিওর সদস্য দিবস মন্ডল। হাম রেডিওকে ধন্যবাদ জানাতে ভুললেন না সঞ্জয় যাদবের পরিবারের পরিজনেরা।