বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলার বাম সংগঠনের সারা ভারত কৃষকসভা ও সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন দুবরাজপুর ব্লক কমিটির পক্ষ থেকে কয়েক দফা দাবী নিয়ে দুবরাজপুর থানায় ডেপুটেশন প্রদান করা হল আজ বুধবার। এদিন তাঁরা দুবরাজপুরের পাওয়ার হাউস মোড় থেকে একটি মিছিল করে দুবরাজপুর থানার সামনে জমায়েত হোন। ফলে ঘন্টা রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। তাদের দাবি গুলো হল এলাকায় সম্প্রীতি, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, এলাকায় বেআইনি কাজকর্ম ও অস্ত্র উদ্ধার করতে হবে এবং অকারণে কোনো মানুষকে হয়রানি করা যাবে না। এদিন উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শীতল বাউরী, সাধন ঘোষ, পল্টু বাগ্দী, সাধন ঘোষ সহ আরও অনেকে। এ বিষয়ে শীতল বাউরী জানান, আমরা চার দফা দাবী নিয়ে আজকে এই ডেপুটেশন জমা দিলাম। এলাকায় সম্প্রীতি, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে পুলিশকে। কারন বিভিন্ন প্রান্তে যে সমস্ত কাজকর্ম চলছে সেগুলোর দিকে নজর দিতে হবে। বেআইনি কাজকর্ম ও অস্ত্র উদ্ধার করতে হবে এবং নিরপেক্ষতা বজায় রাখতে হবে।