বিধায়কের উদ্যোগে ক্যানিংয়ে পালিত হল বনমহোৎসব।

0
304

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – সমগ্র রাজ্যের বিভিন্ন প্রান্তের ন্যায় ক্যানিংয়ের ডাবু পর্যটন কেন্দ্রে পালিত হলো বনমহোৎসব। বৃহষ্পতিবার দুপুরে বনমহোৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। উপস্থিত ছিলেন ডাবু ও মগরাহাট সেচ বিভাগের একাধিক সরকারী আধিকারীক গণ।এদিন অনুষ্ঠান শেষে বিধায়ক নিজে হাতেই বেশকিছু ফলের চারাগাছ রোপন করেন ডাবু পর্যটন কেন্দ্রে।
বিধায়ক পরেশরাম দাস জানিয়েছেন ‘সবুজ বাঁচাতেই হবে।সবুজ বাঁচানোর জন্য সকলস্তরের মানুষ কে এগিয়ে আসতে হবে। তাহলে আমরা এবং আমাদের ভবিষ্যত প্রজন্ম সুস্থ ভাবে প্রকৃতির মাঝে বাঁচতে পারবো।’