মিছিল, ধর্না ও প্রতিবাদ সম্মেলনের মারফত সংযুক্ত কিষাণ মোর্চার লাগাতার বিক্ষোভ কর্মসূচি ঘোষিত পশ্চিমবঙ্গে।

0
1178

কোলকাতা, ১৪ই জুলাই ২০২২: কেন্দ্র সরকার কৃষকদের দেওয়া লিখিত প্রতিশ্রুতি পালন না করার প্রতিবাদে সংযুক্ত কৃষক মোর্চার রাষ্ট্রীয় বৈঠক সিধান্ত নেয় যে দেশব্যাপী লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। সেই সিধান্ত অনুযায়ী সংযুক্ত কিষাণ মোর্চার পশ্চিমবঙ্গ রাজ্য সমিতি সিধান্ত নিয়েছে:

ক) ১৮ – ৩০শে জুলাই: জেলায় জেলায় সংযুক্ত কিষাণ মোর্চার বকেয়া দাবি নিয়ে সম্মেলন আয়োজিত হবে।
খ) ৩১শে জুলাই: রাজ্যে ১১- ২ টা পর্যন্ত রাস্তা অবরোধ করা হবে।
গ) ৭ থেকে ১৪ই অগাস্ট: জেলায় জেলায় স্থানীয় ছাত্র, যুব, অবসরপ্রাপ্ত সেনা সম্প্রদায় ও মহিলাদের সামিল করে “জয় জওয়ান জয় কিষাণ” সম্মেলন আয়োজিত হবে।
ঘ) ৭ আগস্ট কলকাতায় রামলীলা পার্ক থেকে লেনিন মূর্তির পাদদেশে অবধি ছাত্র, যুব, অবসরপ্রাপ্ত সেনা সম্প্রদায় ও মহিলাদের সামিল করে অগ্নিপথ স্কিম প্রত্যাহারের জন্য বিক্ষোভ মিছিল হবে।

কেন্দ্রীয় বিষয়গুলোর সঙ্গে রাজ্যর কৃষক ও গ্রামীণ মজদুরদের বহুদিনের উপেক্ষিত বিষয়গুলি আন্দোলনে যুক্ত করা হবে, যেমন, রাজ্য এমএসপি আইন প্রণয়ন, রাজ্য লিজ চাষির স্বীকৃতি আইন প্রণয়ন, কৃষি উপাদানের মূল্যবৃদ্ধি রোধের ব্যবস্থা ও ভর্তুকি, নদী ভাঙ্গন সংকটের মোকাবিলা, কৃষি জমি রক্ষা, বীমার টাকা নিয়ে দুর্নীতি, ১০০ দিনের কাজের বকেয়া মজুরি ও কাজের সঙ্কোচন ইত্যাদি।

মিডিয়া সেল | সংযুক্ত কিষাণ মোর্চা, পশ্চিমবঙ্গ