দুবরাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন।

0
241

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- কোভিড এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। তাই পৌর এলাকার মানুষদের উন্নত চিকিৎসা পরিষেবা দিতে পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হল বীরভূম জেলার দুবরাজপুরে। এবার বাড়ির কাছেই চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন সাধারন মানুষ। পৌর এলাকার স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির নির্দেশে জেলা জুড়ে শুরু হয়েছে পৌর সুস্বাস্থ্য কেন্দ্র। তাই আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং দুবরাজপুর পৌরসভার সহযোগিতায় ৪ নম্বর ওয়ার্ডের রবীন্দ্র সদনে একটি পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হল আজ। এদিন উদ্বোধন করেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, নির্বাহী আধিকারিক কমলকান্তি দাস, চিকিৎসক প্রীতম দাম, কাউন্সিলর সেখ নাজির উদ্দিন সহ অন্যান্য কাউন্সিলার ও পৌরসভার কর্মীরা। এদিন পৌর প্রধান পীযূষ পাণ্ডে জানান, দুবরাজপুর পৌরসভার ১৬ টি ওয়ার্ডে মোট তিনটি সুস্বাস্থ্য কেন্দ্র থাকবে। প্রত্যেকটি স্বাস্থ্য কেন্দ্রে একজন ডাক্তার, একজন নার্স সহ মোট পাঁচ জন কর্মী থাকবেন। পৌরবাসীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই পরিকল্পনা।