আবদুল হাই, বাঁকুড়াঃ পাখমারা,ছেলাধরা,ইরানি,অঘরী, ,বাজিগর,যাযাবর কত নামেই না এদের ডাকি আমরা কিন্তু এটা বলি না এই সম্প্রদায়ের মানুষ জনও আমাদের সমাজের একটি অবিচ্ছিন্ন অংশ।
আদিম সভ্যতার প্রথম থেকেই এই সম্প্রদায়ের মানুষজন বারবার থাকার জায়গা পরিবর্তন করে দেশের বিভিন্ন প্রান্তে ক্ষণিকের জন্য বসবাস শুরু করে তারপর আবার অন্য জায়গায়, আবার অন্যত্র এইভাবেই চলে তাদের আজীবন,
আর এই কারণেই তাদের আমরা সচরাচর যাযাবার বলে থাকি। কিন্তু তারাও মানুষ তাদের আছে ইচ্ছা অনিচ্ছা, শখ স্বপ্ন, তারাও চাই জীবনের মূল্যবান সময়গুলিতে মানুষের মতো মাথা উঁচু করে বাঁচতে কিন্তু সমাজের অবহেলা আর অশিক্ষা কুশিক্ষার অন্ধকারেই থেকে যায় তাদের স্বপ্নের ভবিষ্যৎ।
এই চরম বাস্তব টি খুব ভালোই অনুধাবন করেছেন বিষ্ণুপুরের আমরা করবো জয় এর কর্ণধার মুজিবর রহমান আর তাইতো তিনি সেই যাযাবর সম্প্রদায়ের মানুষদের নিজের উদ্যোগে নিয়ে এসেছে, আমরা করব জয় “একান্ত আপন পাঠশালায়”। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের হীড়বাঁধ ব্লকের পাথরডিহি এলাকায় ওই একান্ত আপন পাঠশালায় বিনা খরচে পড়াশোনা করছে পাখমারাদের ছেলেমেয়েরা শুধু তাই নয় মুজিবর রহমানের উদ্যোগে যাযাবরদের বেশ কয়েকজন সন্তান এখন পড়াশোনা করছে সরকারি স্কুলেও যা সত্যি একটি প্রশংসনীয় কার্যক্রম।
ধন্যবাদ দিতে হবে আমরা করবো জয় ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার মুজিবর রহমানকে কারণ তার এই উদ্যোগ নিশ্চয়ই মনে রাখবে ইতিহাস।