কোচবিহার, ১৫ জুলাইঃ কোচবিহারে করোনা ভাইরাসের দাপট অব্যাহত। আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। তবে জেলায় কিছুটা স্বস্তির খবর রয়েছে। কোচবিহার জেলায় মোট করোনা আক্রান্ত ২৮১ জন।
শনিবার জেলা স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী জানা গেছে, আজ নতুন করে আরও ৩০ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে কোচবিহারে। জেলায় মোট ২৮১ জন আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত কোচবিহার জেলায় মোট ৪৩৮৭ জনের করোনা টেস্ট করানো হয়। তাঁদের মধ্যে আজ নতুন টেস্ট করা হয় ২৫৪ জনের। ওই ২৫৪ জনের মধ্যে জেলার বিভিন্ন মহকুমায় মোট ৩০ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে।
এদিন কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান বলেন, এখনও পর্যন্ত জেলায় মোট ৪৩৮৭ জনের নমুনা টেস্ট হয়। আজ আবার নতুন করে ৩০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। জেলায় মোট ২৮১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের মধ্যে ১৯২ জন কোচবিহার সদরে, ৪১ জন তুফানগঞ্জে, ২১ জন মাথাভাঙ্গায়, মেখলিগঞ্জে ৪ জন ও ২৩ জন দিনহাটা মহকুমার বাসিন্দা। তাদের মধ্যে এক্টিভ কেস রয়েছে ২০৯ জন।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত কোচবিহার জেলায় মোট সংক্রামিত রয়েছেন মোট ৪৩৮৭ জন। আজ নতুন করে ২৭ জন সুস্থ হয়ে উঠেছে। এখন জেলায় মোট ৭২ জন সুস্থ হয়ে উঠেছে। তবুও সাধারণ মানুষকে করোনা যাবতীয় নিয়ম মেনে চলার বার্তা দিয়েছে স্বাস্থ্য দপ্তর।
কোচবিহারে করোনা ভাইরাসের দাপট অব্যাহত
জেলায় মোট করোনা আক্রান্ত ২৮১ জন
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জনের শরীরে সন্ধান মিলেছে ভাইরাসের
শুধুমাত্র কোচবিহার সদরেই ১৯২ জন আক্রান্তের হদিশ
তবে সুস্থতার হার স্বস্তি দিচ্ছে, আজ নতুন করে সুস্থ হয়ে উঠেছে ২৭ জন